দেশ কাঁপাচ্ছে মিটিং মিছিল
নিত্যি উঠে দাবী,
মাঠেই নাকি পায় সাফল্য
পূর্ণতার-ই চাবী!

করবে অচল লোক লোকালয়
ট্রেনের চাকা গাড়ি,
অফিস ফেরত সকল প্রজার
পথ যেনো হয় বাড়ি!

তাদের চাওয়া ফ্লাট বাসা নয়
সরকারি হোক প্রেম,
দিতেও হবে বেকার ভাতা
বিদেশি এক মেম।

ব্যাংকে গেলেই মিলবে টাকা
কিস্তি ছাড়াই লোন,
আইন আদালত নিঃষ্প্রয়োজন
গুনবে বসে ড্রোন।

গাঁজা চারস প্রাকাশ্যে চাই
চাই অধিকার মদ,
সন্ত্রাসী পাক আয় অধিকার
সরকারি হোক পদ।

আর যা দাবী থাকুক পরে
চলুক হরিলুট,
নইলে দাহ পুত্তলিকা
ভীষণ হবে জোট।

০৩/০৩/২০২৫ ইং
চট্টগ্রাম।