রাতের শিউলি ভোরেই ঝড়ে
বকুল বিকোয় হাটে,
কৃষ্ণচূঁড়াও রাঙায় যে পথ
তুমিই তো যাও হেঁটে।

আনার কলি এক ফালি চাঁদ
হতে পারে মনি,
স্বর্ণ খাঁটি মিলছে মাটিয়
পাচ্ছে ঘেঁটে খনি।

চাঁদ-ও কিন্তু হারায় আলো
লুকায় অমাবস্যায়,
বর্ষা তো তার বাঁধ ভেঙে দেয়
মেটায় তৃষ্ণা হিস্যায়।

আমি তোমার আকাশ না হই
রেখো করে আয়না,
সকাল বিকাল দেখতে পাবো
মাটির ঘরে ময়না।

০৫/১০/২০২৪ইং
চট্টগ্রাম।