লাল পানিতে জ্ঞান থাকে না
ঠিক থাকে না হুঁশ,
বললে ভালো ঘরের কথা
জোরসে মারে ঠুস!
ঘরের ঝি কে কোকিল ভাবে
টক টা লাগে ঝাল,
উড়ায় গরু গাছের আগায়
বাপকে পারে গাল।
মাতলামিতে বউকে পিটায়
নিজের ছিঁড়ে চুল,
গাধার মাথায় টাক খুঁজে পায়
হাতীও লাগে গোল।
তেজপাতা কে ভাবে টাকা
চাঁদ নাকি তার দেশ,
পড়লে পেটে কেবল ক'পেগ
তবেই লাগে বেশ।
১২/১২/২০২৪ ইং
চট্টগ্রাম।