জগৎ এখন ভিন্ন রকম
উল্টে গেছে শিক্ষা,
লোভ লালসা অহংকার আজ
সফল হবার দীক্ষা!

মন্ত্র তাদের জ্ঞান পিছু নয়
ধনের খুঁজে মনটা,
লক্ষ্য তাদের আকাশ ছোঁয়া
হরন করে ক্ষণটা।

পরের মুখের সুখ হাসি নয়
দুঃখ তাদের লক্ষ্য,
সুযোগ পেলেই মানব এখন
পাল্টে ফেলে পক্ষ।

চরিত্র তার উঠুক লাটে
মূখ্য হলো অর্থ,
আত্মীয়তাও তাতেই ছিঁড়ে
বন্ধনে দেয় শর্ত।

৩০/০৫/২০২৪ইং
চট্টগ্রাম।