দেখতে মানুষ হলেই কি আর
মানুষ বলে তারে?
মানুষ তো সেই বিবেক বোধে
অন্যায়ে সে নড়ে।

দাঁড়ায় যে জন আর্ত পাশে
দুঃখেতে যায় গলে,
পোশাক আশাক নাই-বা থাকুক
মানুষ তারেই বলে।

ভদ্র যে জন! বিনয়ী ভাব!
মরে অনুতাপে,
বলবে কি তায় দৈর্য্য ধরে!
পাপের ভয়ে কাঁপে?

লোভ কে যেজন হরণ করে
বিদ্যা কে লয় মনে,
মানুষ তো সেই সুশিক্ষিয় তাঁর
ছড়ায় আলো জনে।

০৩/০৪/২০২৪ইং
চট্টগ্রাম।

কবিতা টি এ আসরের সম্মানিত কবি "দীপ্তি রায়" এর গতকালকের কবিতায় মন্তব্য করতে গিয়ে লিখতে উদ্ভুদ্ধ হয়েছিলাম। তাই, এ কবিতা টি তাঁকেই উৎসর্গ করা হলো।