পাখির মতোই মারছে মানুষ
প্যালেস্টাইনের রাস্তায়,
হাত-পা জখম মাথার খুলি
কেউ-বা ছিন্ন বস্তায়!

খাবার পানি ঔষধ ছাড়া
মরছে মানুষ ক্ষুধায়,
কামান গোলায় ধ্বংসে ভিটা
ধ্বংসে বিনা বাঁধায়।

কাঁদছে শিশু কাঁদছে নারী
দিচ্ছে জানান চিল্লায়,
মাপছে না কেউ চোখের জলটা
মানবতার পাল্লায়।

দোষ টা তাদের বাঁচতে চাওয়া
নিজের জন্ম ভিটায়,
শিকল কেনো ভাঙবে গোলাম
দখলদার-ই হটায়।

আজকে যারা থাকছো দুরে
নিরব মুখের ভাষায়,
দেখো একদিন চাইবে জবাব
পরপারে আল্লায়।

০৫/১১/২০২৩
চট্টগ্রাম।