বন্ধু আমার পেটের ডাক্তার, হাত যশ তার ভালো
রোগীর মনটা পড়তে পারেন, মুখে ছড়ান আলো।
তার যে রোগী ডাক্তারের ফি, নাই-বা পারলে দিতে
মুচকি হেসে বলেন তাকে, "আজকে চলুক ফ্রিতে।"
শেষ এখানে! টেস্টের বিলটা? ছাড়ায় যদি হাজার,
নিজেই টেনে প্রেসক্রিপশনে, বিশ টাকা দেন ছাড়।
নিজের চোখেই দেখলাম বন্ধুর, এমন মহৎ কাণ্ড
বললাম "দোস্ত, এমনি ছাড়ে, তোর ফুরোবে ভাণ্ড।"
মুচকি হেসে ডাক্তার বলেন, "ফ্রি টা তো প্রলোভন,
টেস্টে মেলে ফর্টি পারসেন্ট ঔষধে টেন কমিশন!"
অবাক হলাম বুদ্ধি ভালো, আয়ের পথটা খাসাই
পিছনে যে করছে জবাই, সামনে মানব সেবাই।
বিদ্যা যখন চিনে ব্যাবসা, ডাক্তার বলো কারে?
তিনশো টাকা ছাড়ে যে জন, নিচ্ছে পকেট ভরে!
০৬/০৮/২০২৩
ভেলোর, ভারত।