ভালো খারাপ ন্যায় অন্যায়
লাগায় যদি দ্বন্দ্ব,
তবে তো তোর জ্ঞান বাড়েনি
চিনিসনি পথ অন্ধ।
আর যদি তুই অট্ট হাসিস
দেখেও করিস ঠাট্টা,
মানুষ তো নস দস্যু তস্কর
তুই সুযোগী চোট্টা।
দ্বৈতনীতির স্বৈরশাসন
মিথ্যে মিথ্যে খেলায়,
তুই তো অবোধ ছোট্ট শিশু
শূন্যে ভাসিস ভেলায়।
গরীব দুখীর দুঃখ কষ্টে
যদি না ঝরে জল,
রাখিস মনে গেছিস মরে
পঁচেছে মাকাল ফল।
২৩/১০/২০২৪ ইং
সিলেট।