পরের শিশু করলে হিস্যু
কাপড়টা লই পাল্টে,
নাক ধরে ছুঁই গায়ের জামা
মুখটাকে দেই উল্টে।

জল দিয়ে ধুই ঘরের মেঝে
ডিটারজেন্টে কাপড়,
লাগলে আরো সুগন্ধি লই
উল্টো মারি ফাঁপর।

সেই সে আমি ধরছি বমি
মাখছি হাতে মলটা,
ছেলের হিস্যুর ভেজা জামায়
রাত্রিতে দেই ঘুমটা।

২৮/০২/২০২৪ইং
কুমিল্লা