মন কে তুমি যেমনি বাঁধো
প্রেমেই রাখো মোড়ে,
থাকতে পারো হাজার কোটি
সহস্র পদ দুরে।
যদি কেবল একটি বার-ই
তারেই পড়ে মনে,
আর যদি বয় জলের ফোঁটা
ক্ষুদ্র চক্ষু কোনে!
তবে তো রোদ জলোচ্ছ্বাসও
হারটা নেবে মেনে,
আসবে খোকা পাহাড় ডিঙায়
সাগর সন্তরণে।
মা হলো তাঁর রত্ম ভান্ডার
পরশ পাথর ধরায়,
শান্তি তো সব তা়ঁর ছুঁয়াতে
স্বর্গ পায়ের তলায়।
০৬/০৫/২০২৪ইং
চট্টগ্রাম।