এলাকার ভাই এম আব্দুল হাই
বলেছিলো ধার,
বেশি নয় আর পঞ্চাশ হাজার
দিয়ে করো পার।
মায়াতেই তার বেচি মার হার
করি যেই উদ্ধার,
বহুদিন তার মুখখানি আর
দেখে নাই পোদ্দার।
বিপদেই মন খুঁজে নেয় জন
কে আছে আপন,
স্মরি তাই ভাই এম আব্দুল হাই
প্রিয়ো সেই স্বজন।
পেয়ে তার খোঁজ দেখি খায় ভোজ
চাই যেই টাকাটাই,
ঘর ভর্তি লোক দেখে তার চোখ
আগুন পুরোটাই।
২০/০৯/২০২৩
চট্টগ্রাম।