ধনী গরীব সবার জন্যই বাঁশের মাচা খুঁটি,
পাঁচ টুকরো কাপড় সাথে সাড়ে তিনহাত মাটি।
সঙ্গে দেয় না বিত্ত বৈভব সোনার পালং ঘটি,
কবর ভরে মাটির দলায় স্বজন ফিরে হাঁটি।
অস্র ঠেকায় পকেট মেরে প্রেম টা কিনে খাঁটি,
ঘর ভরে যার ঢাললে হাসি চিবোয় শুকনো রুটি।
সেও কি কাঁদে দুদিন পরে ঘরের দুয়ার সাটি?
চশমা চোখে পাশ দিয়ে যায় পায়ে পরে চটি।
ধন সম্পদ ভাগ করে নেয় সুনাম টা নেয় লুটি,
জ্ঞানী তো সেই আল্লাহ খুঁজে থাকেন পরিপাটি।
০৫/০৩/২০২৪ইং
ঢাকা।