অনেক খুঁজে বাজার ঘুরে, মামা কিনলেন ষাঁড়
শিং দু'টো তার দাঁতের সমান, যায়ও গোনা হাড়।
তেজ নাকি তার ভীষণ চড়া, দেয় সে হাম্বা ডাক
খাওয়ার চেয়ে গুঁতোয় বেশি, পায়ে খোঁচায় নাক।

কম দামেতেই কিনে মামা, লাভ টা হাজার বিশ!
ডাকলে নাকি আসেও ছুটে, যখন বাজায় শিস।
অমন ভালো ষাঁড় টা দেখে বাবা দিলেন গাল,
দাঁত ছাড়া ষাঁড় বলদ গরু, লাগে ধরতে হাল।

"ছাগ নাকি তুই? বলদ কেনো!" মা মেটালেন ঝাল,
মামা যে আজ ভেড়াই হলো, কোরবানি তো কাল।

২৫/০৬/২০২৩
ময়মনসিংহ।