মরুভূমির কিনলে জাহাজ
আরো আনলে দুম্বা,
জগৎ দেখলো পকেট মোটা
হাতটা তোমার লম্বা।

ঈদের ভোরে হাসতে হাসতে
কাটলে পশু একাই,
কোরবানি কই? লোকে দেখলো
করলে পশু জবাই।

চতুষ্পদী নিজের ভাগটা
বুঝে সবার আগে,
তুমিও তেমনি রানের মাংস
রাখলে নিজের ভাগে।

হাড্ডি পেলো গরীব দুখী
লেজ টা নিলো স্বজন,
কোরবানিতে আল্লাহ দেখেন
ত্যাগটা করে ক'জন।

২৯/০৬/২০২৩
ময়মনসিংহ।

সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা।