কুমির যখন খেলো ধরা, আটকা পড়লো জালে
সবাই মুখে থুথু ছিটায় পারলে মারে গালে!
গর্জে উঠে "হারামজাদার চামড়া নেবো ছিলে,
এক কুপেতে গর্ডান কেটে, ফেলবো গোবর জলে।"

অথচ ভাই হাঁটু জলেই তার কি ছিলো প্রতাপ!
যখন তখন মুরগী খেতো রোদে পোহায় উত্তাপ।
আম জনতাও ছাগল ভেড়া হাস টা দিতো তোফা,
মরার ভয়ে করতো প্রনাম, চাইতো বিপদ সাফা।

হয়নি সাহস শোক প্রতিবাদ সবাই করবে মিলে
উল্টো কুমির জলার জমি খুব খেয়েছে গিলে।
দাঁত উঁচিয়ে হা করেছে ভয় ঢুকিয়ে বুকে
ঝিলের জলে মাছ ধরবে সাহস পায়নি লোকে।

এখন তো তার মালিক স্বয়ং চাইছে তাঁর-ই বিচার
কুমির নাকি আগের জন্মে মাছ করেছে পাচার।

০৮/০৭/২০২৪ইং
চট্টগ্রাম।