মানুষ আমি হইনি বিড়াল
কুকুর ভেড়া ছাগল,
পথের ধারেও রই না পড়ে
বস্র হীন ও পাগল।

বনের পাখি খাঁচার সিংহ
হইনি মরু দীঘল,
আল্লাহ আমায় গাছ করেননি
ছিঁড়ে কেহ বাকল।

গরু গাধা ষাঁড় করেননি
জ্ঞানেই করে সৃষ্টি,
নাম দিয়েছেন জগৎ সেরার
মানুষ নামটা মিষ্টি।

অঙ্গ হীনও করেন নি ভাই
ভিখ মাঙি না হাতে,
শুকরিয়া তাই পারছি খেতে
ঘুম টা পারি রাতে।

২৫/০৪/২০২৪ইং
চট্টগ্রাম।