আমরা যখন তোমায় ভুলে
শয্যাতে রই পড়ে,
আল্লাহ খুঁজেন বিধর্মী ভাই
দাঁড়ায় তখন দারে!
খুব হাঁটে সে ধরার বক্ষে
পাথর পথের ভগ্ন,
অগ্নি স্বাক্ষী কেউ আসেনি
ধরেনি হাত রুগ্ন।
পাহাড় চূড়োর পাথর ছুঁয়েও
পায়নি মনে শক্তি,
অর্ঘ ভক্তিয় গগন খুঁজেও
মেলেনি রোগ মুক্তি।
তাইতো ওরে স্বজন তরে
বিফল যখন চেষ্টা,
মানে কি মন সুজন বিয়োগ?
জাগায় ক্ষুধা তেষ্টা।
আঁধার রাত্রি ফজর ভোরে
রবের গৃহে দু'পা,
জাত ভুলে তাই মানব মন-টাই
খুঁজে তাঁর-ই কৃপা।
২৭/০৮/২০২৩
ভেলোর, ভারত।
কবিতার পিছনের গল্পঃ আজ ভোরে নামাজ শেষ করে বের হচ্ছি, এমন সময় দেখলাম, মসজিদের বারান্দায় একজন নারী ও দুইজন পুরুষ হাতে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। স্পষ্ট বুঝা গেলো বিধর্মী হয়েও তাঁরা তাতে মুসল্লীদের ফুঁ চাইছেন। উনাদের মনের অবস্থা ভেবে মনটা ভীষণ খারাপ হয়ে গেলো। উনারা হয়তো কোন স্বজন কে নিয়ে খুব অসহায় অবস্থায় আছেন। হয়তো কোন কিছুতেই সুস্থ হচ্ছে না। হয়তো কারো কাছে জানতে পেরেছেন, কোরআন পাঠ বা নামাজের পরে ফুঁ দেয়া পানিও রোগীর আরোগ্য লাভে সাহায্য করে। তাই ঘুম ত্যাগ করে এতো ভোরে এখানে চলে এসেছেন। আর আমরা মুসলমানরাই আল্লাহর দয়া ভিক্ষা করতে ভুলে যাচ্ছি। আমরা রোগ সারাতে টাকা দিয়ে সেবা কিনতে, ঔষধ কিনতে আগ্রহী বেশি। অথচ, তাঁর দয়াটা যে সবার আগে প্রয়োজন, সেটাই ভুলে যাচ্ছি দিনকে দিন।