খিড়শাপাত বা মন্ডা মিঠাই
যতোই আনো মিষ্টি,
ভুলবে না মন চোখের ক্ষুধায়
আর দেবো না দৃষ্টি!
লাল জিলেপী পেষ্ট্রি কেকে
আজ দিয়েছি আড়ি,
হাতে নিয়ে দই সন্দেশ আখ
আর ফিরি না বাড়ি!
চায়ের কাপে দেই না চুমুক
মনকে বুঝাই তিতা,
করল্লা খাই ভাতের মতো
জিহবায় ঠেকে আতা!
সাধের প্রিয়ো আম কাঁঠালও
বাদ দিয়েছি ঝালে,
লাল রুটি আর নুন টকটাই
খাচ্ছি এখন গিলে।
০৫/১২/২০২৪ ইং
গাজীপুর।