বল রাজাকার পাক হানাদার
শিবির করি দল,
তোদের মুখে পাক সে শোভা
রাজার মিথ্যে ছল।
ছুঁড়বো লোটা ভাঙবো কোটা
কাঁপায় গোটা হল,
পদচ্ছাপে পদ ভারে
দেখবি মনোবল।
উড়বে তুঙ্গে আজকে বঙ্গে
দেশ পতাকা ঢল,
ছুঁড়িস তোরা কামান জোরা
গরম গোলা জল।
জনতা আজ ছাত্র সমাজ
অস্র সাহস বল,
ফিরবে ঘরে চব্বিশ জ্বরে
কোটার নিয়ে ফল।
১১/০৭/২০২৪ ইং
চট্টগ্রাম।