শব যদি ভাই বলতো কথা
সাদা কালো আলো আঁধার,
নিঝুম রাতে শোনতে পেতে
কবর কাব্য বিয়োগ ব্যথার।

হাত-পা ছুৃড়ে জমিন উপর
চলতে না আর দম্ভ ভরে,
জায়গা জমিন ছুঁড়তে দুরে
মাজার ভেঙে ছাড়তে পীরে।

০৮/০৬/২০২৩
ময়মনসিংহ।