কষ্ট চিনো?
সুখ ফোয়ারায় বুকের ভেতর
মাঝে মধ্যে হেলে দোলে দেয় যে উঁকি,
মলিন কোনো স্মৃতির ভেলায় নেয় ভাসিয়ে
অচেনা এক দ্বীপে ভিড়ায়।
প্রদীপ জ্বেলে রক্ত বিনেই অশ্রু ঝরায়
কাছে এসেও দেয় না ধরা
সব কিছুতেই একটু নাকি রাখে বাকি!

দুঃখ চিনো?
চোখের কোনে জল আনে যে মনেই লুকায়
তুমি আমি সবাই জানে কেউ চিনে না।
মায়ের কাছে খোদার দেয়া সুখ উপহার
যখন তিনি ফেরত টা নেন,
আবার যাকে সব দিয়েও তার অল্প অল্প সুখটা কারেন,
আমার যেমন চাঁদ টা কেড়ে জোছনা ডুবান
ভোরের আগেই আবার তিনি আঁধার নামান।

বেদনা ভাই?
পিঠের ব্যথা, কোমর ভাঙা, ফোস্কা পড়া চামড়া ঝোলা
হাত-পায়ে টান মাথা ঘোরা,
এসব তোমার নয় বেদনা!
বেদনা ভাই আগুন ছাড়া শরীর পুড়া
চাবুক ছাড়া বেত্রাঘাতে মনের মধ্যে থেমে থেমে রক্ত ঝরা।

২৭/১০/২০২৩
চট্টগ্রাম।