হৃদপিণ্ডে বাজ পড়ুক উল্কা
খন্ডিত হোক শব,
ধরার মায়ায় হও দানবীর
সম্মুখে থাক রব।
দিবাকরের জ্বলুক ললাট
প্রদীপের হোক সুখ,
চিত্ত ভিজুক শ্রাবণ ধারায়
কষ্টে ভরুক বুক।
বুলডোজারের গহীন গর্তে
চাইলে দেবো ডুব,
প্রবালের দ্বীপ ভরুক পাথর
তবুও হাসবো খুব।
হৃদয় নিংড়ে প্রেম তুমি নাও
জ্বালাও সান্ধ্য ধূপ,
নিজ হাতে লই দুঃখ বাদল
কান্নাতে রই চুপ।
০৩/০৩/২০২৪ইং
চট্টগ্রাম।