এখন আর কবিতা আসে না,
চাঁদের স্নিগ্ধতার মতোই আমাবস্যার গহীন অন্ধকারে হারিয়ে গেছে আমার সকল সুখ
এখন কেবল থেকে থেকে মুখ ভরে আসে কান্না
সঙ্গে এসে দু'চোখ ভাসায় নদীর জোয়ার।
ক্ষণে ক্ষণে দুঃখের সাগরে উথলে উঠা বিশাল বিশাল ঢেউ,
নিঃশব্দেই একটু একটু আমার ভাঙে তীর।
সকাল বিকাল পাঁজা কোলে করে এসে ঘিরে ধরে দুঃস্বপ্ন
উষার আলোর মতো কষ্ট এসে হাজির হয়
প্রতিদিন আমার নগ্ন দুয়ার
কবিতা, এখন আর আসে না, ভরায় না মন।
১৫/০৭/২০২৩
ভেলোর,ভারত।