ফুটবল ক্রিকেট মজার খেলা
তবুও যে তার প্রিয়ো হলো মোরগ লড়াই
কেনো জানেন?
তাঁর যে এখন একটা পা নাই।

হাসতে পারে গাইতে পারে
তবুও ছেলে ভালোবাসে
রাতের বেলা চুপচাপ দেখা ঐ খোলা আকাশটাই,
কেনো জানেন?
লাগলে আগুন দেয়াল মাঝে;
ভয়টা জাগে! একলা ঘরে মরলে পুড়ে; হয় যদি ছাই!
তাঁর যে এখন একটা পা নাই।

যে ছেলেটা দৌড়ে উড়ে ফড়িং ধরে
একলা পেয়ে গল্প শুনায় শালিক ছানায়
যে ছেলেটা চড়ে গাছে বাদুর ঝুলে
আমের পাতায় বাজায় বাঁশি বাবরি চুলে
ভোর বেলাতে শিশির ছুঁয়ে ধানের ক্ষেতে
ছুটে চলে খিলখিলিয়ে
সেই ছেলেটা বাদ দিয়েছে বড়ো হবার স্বপ্ন দেখাই
কেনো জানেন?
তাঁর যে এখন একটা পা নাই!
বাড়ির পাশের নদীও এখন আড় হয়েছে দেয়াল তুলে
সকাল সন্ধ্যা পুকুর পারে হাস গুলো ঐ
আর আসে না লম্ফ দিতে।

১৭/০১/২০২৩
ভেলোর, ভারত।