করম আলী আনলো কিনে
পুষি বিড়াল বাচ্চা!
সত্যি বলছি মিথ্যে সে নয়
খবর পাকা সাচ্চা!
বিড়াল টা তার মাছের কাঁটা
চায় না দুধের বাটি,
চোখ দিয়ে সে খুঁজে মাংস
সঙ্গে হাঁড় টা খাঁটি।
সুযোগ পেলেই মুরগীতে তাই
কামড়ে দিচ্ছে গলা,
স্বজাতি ভাই বিড়াল বুড়োয়
ছুঁড়ছে থাবার গোলা।
গর্জেও নাকি পরের বাড়ি
আবার আনছে হানা,
বিড়াল তো নয় সত্যি যেনো
বাচ্চা বাঘের ছানা!
০৯/০৯/২০২৩
চট্রগ্রাম।