পাশের বাসার করম আলী
থাকছে খালি গতর,
আগে ছিলো সন্নাসী সে
এখন নাকি পাথর!

অপিস বাসা মন্দির ঠাসা
মরুক মানুষ মশা,
তার তাতে কি খায় কিসে ঘী
কোন সে রক্ত চোষা!

পুড়ুক দোকান ঘরবাড়ি ঘাট
লুটুক ভাগ্য দেশের,
পদ না থাকুক ধারক বাহক
মধুটা খাক খাঁজের।

ডাকাত-ই আজ জ্ঞানী বিদ্বান
আলী-রা হয় বোকা,
দিচ্ছে যখন দিক না আরো
বুদ্ধিমানে ধোঁকা।

২১/০৯/২০২৪ইং
চট্টগ্রাম।