খাবার পাগল করম আলী, খেতেই ভালোবাসে
চিকেন মাটন বিফ নেহারী, বাদ টা কেবল বিষে।
কার বাড়িতে বিয়ে-শাদি, কার-বা কখন বৌভাত,
বাদ যায় না মেজবানিতে, নিজের নিতে দাওয়াত।
নিজের বিয়ের ঘটকালিতে, বউকে সুধায়, "কন্যা,
রাঁধতে পারো মাটন কারী, চাইনিজ ও থাই রান্না?"
যায় যে শুনা ভাইভা বোর্ডে, সুধায় দিয়ে মিষ্টি
"বলতে পারেন রসগোল্লার, রস-টা কোথা সৃষ্টি? "
খাবার প্রিয়ো করম আলীর, হঠাৎ হলো অসুখ
ডায়বেটিসে ধরলো জেঁকে, প্রেশারে কাঁপায় বুক।
ডাক্তারে কয়, "এতোদিন তো, খুব খেয়েছেন খানা
এখন খাবেন মেপে মেপে ঔষধ দাওয়াই পিনা।"
আলী হাসে, "আমি তো খাই মনটা ভরতে খাদ্য!
আর যারা খায় হারাম টাকা, চিবোয় বইয়ের পদ্য?"
১৭/০৮/২০২৩
ভেলোর, ভারত।