মরার কান্না সবাই কাঁদলো
মৌয়ালরা আর সব ফিরেছে,
কেবল বোকা করম আলী
তাকেই নাকি বাঘ খেয়েছে!

সাধু বললো, কি সাংঘাতিক!
পাঠায় তারে কোন কাঙালে?
যমের ঘরে মাথা দিতেই
কেনো গেলো বন জঙ্গলে?

মানিক জ্যাঠু কাঁদলো বসে
বললো ভালো লোক ছিলো সে,
আর মহাজন কাঁদলো বিষে
পাওনা টাকা সব গেলো যে।

পরের ভোরে জানলো লোকে
করম আলী জেল হাজতে,
অন্যায় টা তার পালায়নি সে
উল্টো বনের বাঘ মেরেছে।

১২/০৮/২০২৩
ভেলোর, ভারত।