হইহই রৈরৈ চারদিকে রব
করম আলী চাঁদ পেয়েছে,
সময় বদলে খোলস পাল্টে
মনিবে-রই ঘাড় ধরেছে!!

সবাই বললো, "কলি কাল এ!
আলীর মনে পাপ ঢুকেছে,
নয়তো কি তার লোভে পরে
বড়ো হবার সাধ জেগেছে?"

গিয়ে দেখি চাঁদ টা কোথা?
হাতে ধরা চাঁদের গোলক!
লয়ে মালিশ করম আলী
ঘাড় ধরেনি! কাঁধ ছুঁয়েছে।

১১/০৮/২০২৩
ভেলোর, ভারত।