হাত-পা ছেড়ে যে জন বাড়ে
      বাপের কর্ম ধরে,
ধিক সে তারে মানুষ সে নয়
      মানব বলি কারে?

থাকতে মস্তক নিজের প্রাণক
     ধার করে কে গরব,
হাত-পা কি তার স্বর্গে যাবে
    ধরায় থাকবে নিরব?

অবুঝ সে প্রান গায় না যে গান
       নিজের কর্ম ভারে,
ধিক শতো ধিক পরের কর্মেই
      আজ যে উঠে বেড়ে।

০৮/০৭/২০২৩
ভেলোর, ভারত।