লোক দেখানো মানব সেবা
দেন-দরবার দয়ায়,
মিলছে তো পদ সুনাম এনাম
এই পৃথিবীর হাওয়ায়।
কিন্তু নেতা! মৃত্যুর পর কাল
করবে স্মরণ জলে?
বলবে কি লোক ভালোই ছিলো
হৃদয় কুসুম দিলে?
তবে যে ঢাক ঢোল মিটিয়ে
তোমার সুনাম মিছিল,
সব কি মিথ্যে? লোক ঠকানো
পূন্য নামা দলিল!
কর্ম তোমার হোক না এমন
নাই-বা জানলো জনে,
আঁধার রাতেই করলো স্মরণ
থাকলো মানব মনে।
১৭/০৯/২০২৪ইং
চট্টগ্রাম।