দেখছো কেহ নিজের পায়ে, নিজেই মারে কুড়াল?
শোনে হাসে পাড়ার পাগলি, পাড়ার হুলো বিড়াল!
কয় কবিরাজ বাদ দিয়েছি, দেখবে না আর রোগী
যার খেয়ে সে উঠলো বেড়ে, তার-ই করবে যোগী!
মরতে দেখেও রাতের ফড়িং, আর দেবে না ঝাপ
বলি হরি, তোর পেয়াদাও; তোর-ই লিখবে পাপ।
তুইও কি আর ননীর পুতুল, ধোয়া তুলসীপাতা?
তোর গায়েতেও গন্ধ মাখা, বাকীর খেঁড়ো খাতা!
আঙুল ফোলা কলা গাছটায়, কেনো দিচ্ছিস চাপ?
হলে ফোঁটো জলের তলে, ডুবেও লোহার খাপ!
হালের বলদ বাঁদরামি ছাড়, মন দিয়ে কর কাজ
বকলি যারে তাঁর কি ক্ষতি? তুই-ই পাবি লাজ।
০১/০৯/২০২৪ইং
চট্টগ্রাম।