চুল গুলো তোর এমনি পাকলো!
ভাবলি মোদের মেধা শূন্য!
বুঝার বাকি তোর সে মুখের ছল?
রাজাকারের তকমা দিয়ে কৌশলে তুই খেললি হেসে
নিজের মাঠেই নিজের ছোঁড়া বল!

দুঃখ কেবল
বাপ-দাদাদের তুললি শেষে কাঠ-গড়াতে;
বললি হেসে সনদ ছাড়া
কেউ পাবে না ফল,
আর নয়তো দূর হয়ে যা স্বাধীন সত্বা, নাম লিখে আন
তোরাও করিস সেই চেতনার দল।

তোর পাশের সেই গোলাম গুলো বললো যখন
আমার ছেলে শূন্য মেধা দেশের বাঁধা
দেখলাম সেথা এমনি বসে পাড়ার যতো সুবোধ বালক
নাক ডেকে তায় এমনি ঘুমায়
যায়নি শোনা হুক্কাহুয়া
বিকেল তো তাই কাক ডাকেনি গাছের ডালে
সুর মিলেয়ে ডাকলো কেবল বলদ গুলো,  "হাম্বা হাম্বা!"
সেথায় বসা মানুষ গুলোর লাজ লাগেনি
হয়নি মনে নিজকে তখন গাছের মতোন খাম্বা খাম্বা!
চোখ বুজলাম,
দেখি কতোক তোকে ঘিরে নিয়ন আলোর ল্যাম্পপোষ্ট টাই।

একদিন যারা যুদ্ধ করে এনেছিলো এই বাংলাদেশ
শ্রদ্ধা জানাই তাদের ত্যাগে,
হোক প্রতিবাদ তাঁদের নামে লুটে নিলে লুটতরাজে
ভরলে ও পেট নিজের ভাগে।

১৫/০৭/২০২৪ ইং
চট্টগ্রাম।