এসে হুংকার ছাড়ি
ভেঙে হাঁটে হাঁড়ি
কে গেলি তুই ফিরি
বেঁচে নিজের বাড়ি?
মনে বিনা খুঁতখুঁত
একা খেলে কুতকুত,
না চিনে যে যম দূত
মানুষ নয় সে জিন ভূত।
কলিজা টা কি তোর
ভাবে নি কথা মোর?
কোন সাহসে মদখোর
মাড়াস তুই ঘরের দোর?
৩০/০৬/২০২৩
ময়মনসিংহ।