কোন মুখে তুই যাস সমাজে
উঁচু করিস কন্ঠ?
করিসনি পাপ হাত তুলে গায়
ভেঙে ঘরের লণ্ঠ?
হাত দিয়ে যে চোখ টা মুছিস
চাপিস রুমাল নাকে,
দেখে না কেউ তোর চাহনি
চশমা মুছার ফাঁকে?
হয়তো সত্যি সব হারানো
কান্নাটা নয় রত্তি,
প্রেম টা তো তোর কবেই মরে
শূন্য গৃহের ভিত্তি।
ডিম পাড়া তোর মুরগী গুলো
সব ভেগেছে দূরে,
কেউ কাছে নেই শূন্য মরু
রোদ্দুর তোর ঘরে!
ঘেউঘেউ করা কুকুর গুলোর
অবস্থা আজ নাজুক,
বাঘ খেয়েছে ঘাড় টা মটকে
কেউ লুকিয়ে তাবুক!
০৪/০৪/২০২৫ ইং
ময়মনসিংহ।