নিজের বাড়িয় বিড়াল দেখে
শিয়াল হাঁকে, "শালা,
আয় না দেখি কব্জির জোরটা
ক্যামনে বলিস চ্যালা?

চুল ধরে তোর ঘাড় টা মটকে
কাটবো পায়ের নলি,
জিহ্বা টা তোর টানবো ছিঁড়ে
গর্দান দিবো বলি।

যেই না বুঝলো বিড়াল সাজে
দাঁড়ায় বনের কুকুর,
অমনি শিয়াল নিজেই পালায়
ফালদে্ পড়ে পুকুর।

১৯/০৮/২০২৩
ভেলোর, ভারত।