হে বৃষ্টি আজ যতোই তুমি
ক্রন্দনে রও রত,
ভেজাও শরীর পায়ের তলা
কমবে না মোর ক্ষত!
বজ্রপাতের কঠিন তোড়ে
যতোই দেখাস ভয়,
টলবে না মোর কঠিন হৃদয়
আর পাবি না জয়।
তোর-ই জন্য অপেক্ষাতে
রৌদ্র সওয়া মাস,
তোর হেলাতেই ঘর পুড়েছে
মা হয়েছে লাশ!
০৫/০৫/২০২৩
ময়মনসিংহ।