পায়ে দলায় চাপা কান্না
দাঁত চেপে রই দুখ,
হাসতে হাসতে বেদনা ভুলি
কষ্টে খুঁজি সুখ।
সেই সে আমি ব্যথায় ভাঙি
টুকরোতে হই ভাগ,
যেই না দেখি মুখ খানা বাপ
কলিজায় হয় দাগ।
দুঃখ ডুবে চোখের কোনে
কষ্ট ফেলে ছাপ,
পাই না বুঝে আগের জন্মে
কোনটা ছিলো পাপ?
নয়তো কেনো এমন জীবন
আল্লাহ্ করেন দান,
হাসিস কাঁদিস তবুও শেষে
বিষ টা করিস পান।
০৮/১১/২০২৩
চট্টগ্রাম।