সম্মুখে লাশ; ঘিরে স্বজন
পাড়া পড়শি বন্ধু ক'জন,
কেউ চিনে না পথিক যে এক
দূয়ারে তার করছে ক্রন্দন!
সবাই ভাবলো পাওনাদার সে
ক্ষতির মুখে করছে বিলাপ,
কেউ ভাবলো দুরের বন্ধু
অনেক টা দিন হয়নি আলাপ।
আসল কথা পথিকের মন
লাশ দেখে তার হচ্ছে স্মরণ,
তার-ও বোধহয় নেই বেশি দিন
কখন আসে নিজের মরণ।
২৮/১১/২০২৩
উত্তরা, ঢাকা।