দেখছি কতো নাকের ডগায় পুইড়া খাইছে রান,
রাত-বিরাইতে উড়ায় ফানুস কত্তো গাইছে গান,
আকাশ কাঁইপা বিদ্রুপ হাসি
জ্বলছে বুকে বিঁধছে ঠাসি;
তাও লয় নাই গরীব বইলা উল্টো করছে ফান।
কলার ধইরা কইছে ফকির এক পয়সা নাই দাম,
দেয়াল ঠ্যাইসা দাঁড়ায় কানছি চুইসা খাইছে আম
আজকে যখন টাকা কড়ি
সুন্দরী বউ কিনছি গাড়ি;
উৎসুকে মন, আছস কেমন? রাখছস মনে নাম?
২৮/০১/২০২৫ইং
চট্টগ্রাম।