সম্মানিত মডারেটর,
গতকাল "সংশয়" নামে একটা কবিতা পোস্ট করেছিলাম এ আসরে। আজ সকালে দেখি সেটি নেই! আমি বুঝতে পারছি না, এটি আমার কোন ভুলে নাকি মডারেটর বা পেইজ কর্তৃপক্ষ এটিকে মুছে দিয়েছেন? কবিতাটি আমার খুব প্রিয় ছিলো। কি করলে এটিকে আবার ফেরত পাওয়া যাবে? জানালে কৃতজ্ঞ থাকবো।
ধন্যবাদ।