আলহাদুলিল্লাহ! এ আসরে আমার প্রায় দুই বছর হতে চললো। ইতিমধ্যে আমার অনেক গুলো কবিতা এ আসরে প্রকাশিত হয়েছে। যেদিন আমি প্রথম এই আসরের খোঁজ পেয়েছিলাম, সত্যি বলতে আমার মনে হয়েছিল "যাক শেখার একটা মোক্ষম জায়গা পেলাম!"। বলতে দ্বিধা নেই, আমার শেখার প্রায় পুরোটাই এ আসরে আসার পর। স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, অন্তমিল পর্ব, ট্রয়োলেট, লিমেরিক সব সব! শেখেছি সবার কাছ থেকে। তবে সম্মানিত কবি "মার্শাল ইফতেখার আহমেদ" এর নাম তাদের মধ্যে অবশ্যই অন্যতম।
এ আসরে সম্মানিত অনেক কবির কবিতায় মন্তব্য করতে গিয়ে অনেকের আবার বিরাগভাজনও হয়েছি (যদিও ক্ষমা চেয়ে নিয়েছি সবার কাছে যতটুকু পেরেছি)। তবে আমার মনেহয় এ আসর কে কেবল কবিতা প্রকাশের মাধ্যম না মনে করে শেখার মাধ্যম করে নিলেই সবার উপকার হবে। বিশেষত আমার মতো যারা নবীন কবি। আমি মনে করি, আমি কবিতার ছাত্র, কবিতার পাতা আমার খাতা আর এ আসরের সম্মানিত কবিরা আমার বোর্ড পরীক্ষক। খাতায় নম্বর কাটলেই তো ভুল গুলো দেখতে পাবো।
তাই সবার কাছে অনুরোধ রইলো আমার কবিতায় গঠনমূলক মতামত দিন আমাকে শিখতে সাহায্য করুন।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়।