কিপ্টে যে কও, খাও না কি ভাত?
রান্ধ না কি ছালুন?
খাও কি হিদল মরিচ পোড়া
আইন-ঝুরি বাইগুন?

রাইত কি কাডাও কাডল পাতা
মাইট্যা ঘরের অন্দর?
দেই না কিন্না ওষুধ পাতি
ঘুরাই না গাঁও বন্দর?

পথ যে ধরো বাপের বাড়ির
কিন্না দেয় কে মিষ্টি?
বই যে পড়ো আইন্না কে দেয়,
আন্ধা ঘরে দৃষ্টি?

সোনার চুড়ি গায়ের গয়না
কিন্না পড়াই কাপুড়,
কিপ্টে যে কও, মানুষ টা কার?
লইলা দেহি ফাঁপুর।

০১/১১/২০২৪ইং
চট্টগ্রাম।