লোকে বলে কিপ্টে আমি
কিপ্টে লোকের সাধ,
চা না খেয়ে গরম পানিয়
পেটটা ভরায় আধ।
চুরুট বিঁড়ি পানের খিলি
পরেরটা যায় খেয়ে,
বাচায় টাকা ময়লা মাখা
পুরান জামা গায়ে।
পান্তা ভাতে পয়সা বাচায়
রাখেও নাকি রোজা,
কাজ নাকি তার পরের বাড়ি
পোলাও কোর্মা খুঁজা।
সবাই যখন খুশির জন্য
টাকা টা দেয় বলি,
কিপ্টে লোক তো খেলতে ব্যাস্ত
পরের টাকায় হোলি।
শুনে কেবল লুকায় কাঁদি
আঁখিতে দেই ঝাঁপটা,
জমা টাকায় কিনতে যে হয়
ছেলের জন্য টোটকা!
১৭/১২/২০২২
ভেলোর, ভারত।