ধনীর দুলাল চাইছে কষ্ট
দেখবে দুঃখ ছুঁয়ে,
তাই সে হাঁটে এসির ভেতর
পা দু'টো নেয় ধুয়ে।

দুঃখ পেতে খাটেই ঘুমায়
যায় না শুতে সোফায়,
মশাও নাকি রাত-বিরেতে
নাকটা ঢেকেই ঘুমায়।

কষ্ট পেতে ভাত খাওয়া সে
বাদ দিয়েছে রোজায়,
বার্গার পিজ্জায় পেটটা ভরে
দেখবে দুঃখ পূজায়।

চাওয়া একটাই দুঃখ টা চাই
লাগবে দুঃখ পাখি!
দেখবে দুঃখ কেমন কষ্ট
কেমন গরীব দুখী!

১০/০৭/২০২৩
ভেলোর, ভারত।