"ভোর হলো দেখ, উঠরে খুকি
বন মোরগে ডাকে",
মায়ের কথায় চোখ টা মেলে
তাকায় খুকি ফাঁকে।
মাথার উপর কাঁথা কম্বল
সরায় নিলে বাপে,
দৌড়ে সে যায় দীদার কোলে
ওমটা বাড়ায় তাপে।
"চোখ ধুয়ে নে খাবার টা খা
চুলে বাঁধিস ঝুঁটি,"
মায়ের কথায় চেঁচায় খুকি
"আজ তো স্কুলে ছুটি।"
২৩/০১/২০২৪ইং
চট্টগ্রাম।