মা জননী, তোমার ধোঁকার
বুঝতে পারি ফলটা,
তুমিই বোধহয় চোখটা মেলে
চাওনা দেখতে সবটা।

তেলে যারা তোমায় চালায়
তুমিও খুঁজো সুখটা,
কেমনে বলো তাদের দেবো
ওদের ঘাড়ে দোষটা?

তুমি তো খাও ঘরেরই লাউ
পুকুর পালা মাছটা,
কেমনে বুঝবে আলু পটল
নুন পেঁয়াজে ঝাঁজটা?

টানেল বলো মেট্রো বলো
বড়ো লোকের সবটা,
মা জননী, পেট তো আমার
ক্ষুধায় কেনো দেশটা?

০১/১১/২০২৩
ময়মনসিংহ।