খুব করে চাই সঙ্গে থাকুক
নিদেন পক্ষে হাতটা ধরুক,
পাশেই হেঁটে গল্প জমাক
কিছু আরো সময় কাটুক।
খুব করে চাই এমন মানুষ
ঘুমিয়ে গেলে তুলবে ডেকে,
বলবে উঠো দিন চলে যায়
কুচ-টা ধরো শাড়ীর পাকে।
অকারণ ভাই হুট-টা ফেলে
ধরবে আমার হাতটা চেপে,
মাঝ পথের ঐ হঠাৎ বৃষ্টিয়
বলবে ভিজো নিজকে সপে।
পেট খরাতেও ফেরার পথে
বলবে এনো বকুল কিনে,
চাইবে চুড়ি আকাশ ঘুড়ি
নাম ধরে ডাক রাত্রি দিনে।
অভিমানের সুর তুলে সে
বলবে তার-ই রাগ ভাঙাতে,
এমন মানুষ খুব করে চাই
ঠুকবো মাথা তাঁর দ্বারেতে।
০৯/০৪/২০২৫ইং
চট্টগ্রাম।