আজকে খোকন শিখছে গণন
এক গুণে পায় সূর্য,
দেখছে আলো দিনের বেলা
দুই নয়নের তূর্য!
তিন গুণে তার তিন মামা-তে
চার পায়ে পায় গরু,
পাঁচ নাকি তার হাতের আঙুল
কনিষ্ঠ জন সরু।
ছয় শিখে সে ক্রিকেট ব্যাটে
জোরসে হাঁকায় ছক্কা,
দিন গুণে সে সপ্তাহ জুড়ে
সাত শিখেছে পাক্কা।
আট ঘুষি তার বাপ কে মেরে
নয় করেছে রপ্ত,
দশ না-কি পায় দশ দিগন্তে
খোদার হয়ে ভক্ত!
১২/১০/২০২৪ইং
ময়মনসিংহ।