রুপ দেখে তার, দিল দিয়ো না
দেখ্ গে মনের গড়ন,
খোঁজ নিয়ে দেখ্ ছোঁয় কিনা সে
বাবা মায়ের চরণ।
হোক কালো তার চক্ষু দু'খান
হৃদয় করুক হরণ,
মুখ খানি তাঁর চাঁদের মতোন
ফর্সা থাকুক বরণ।
খোঁজ নিয়ে দেখ্ করে কি-না
পিতা মাতায় পীড়ন।
হোক সে জ্যোতি সূর্য কিরণ
মায়াবী রূপ ধারণ,
মুচকি হাসিয় ভুলিস নে তুই
হোস্ নে বলির কারণ,
খোঁজ নিয়ে দেখ্ স্রষ্টা কে তাঁর
হয় কি কভু স্বরণ?
২৩/০৩/২০২৪ইং
ময়মনসিংহ।